রাশিয়া সফর শেষে ইউক্রেনে যান জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সেখানে রাজধানী কিয়েভে অবস্থানকালে রকেট হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমালোচনা করেন গুতেরেস।
এদিকে, ওই রকেট হামলার ঘটনায় একজনের মরদেহ উদ্ধারের দাবি করল ইউক্রেন।
স্থানীয় মেয়র ভিটালি ক্লিটসকো তার টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে এ দাবি করেন।
ব্রিটিশ গণমাধ্যম ‘বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তিনি বলেন, “উদ্ধারকারীরা শেভচেনকিভস্কি জেলায় রকেট হামলায় ক্ষতিগ্রস্ত একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপের মধ্য দিয়ে অনুসন্ধান করার সময় একটি মৃতদেহ খুঁজে পেয়েছে।”
এসব হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘকে হেয় করার চেষ্টার অভিযোগ করেছেন।
এ ঘটনায় রাশিয়া রিপোর্ট লেখা পর্যন্ত কোনও মন্তব্য করেনি। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম