রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাজ্যের দুই সহায়তাকর্মীকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। অলাভজনক সহায়তা প্রতিষ্ঠান ‘প্রেসিডিয়াম নেটওয়ার্ক’ এই অভিযোগ করেছে।
সংস্থাটির অভিযোগ, ইউক্রেনে সহায়তা কার্যক্রম পরিচালনার সময় দক্ষিণ ইউক্রেনের জাপোরিঝিয়া শহর থেকে তুই এনজিও কর্মীকে উঠিয়ে নিয়েছে রুশ সেনারা।
প্রেসিডিয়াম নেটওয়ার্কের সহ প্রতিষ্ঠাতা ডোমিনিক বাইরন বলেন, দুই সহায়তা কর্মী যুদ্ধের মধ্যে আটকে পড়া ইউক্রেনীয় পরিবারকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন।
বিবিসির কাছে তিনি বলেন, রুশ নিয়ন্ত্রিত অঞ্চল দিয়ে তারা ইউক্রেনের তল্লাশি চৌকি পার হয়েছিল। এরপর আর তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
তিনি আরও বলেন, ইউক্রেনের বেসামরিক নাগরিকরা অঞ্চল ছেড়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিল। তারা ব্রিটিশ নাগরিকদের মোবাইল ফোন থেকে অদ্ভুত বার্তা পাচ্ছিল। এর দুই ঘণ্টা পর রুশ সেনারা এসে বেসামরিক নাগরিকদের বাড়িঘরে তাণ্ডব চালায় এবং জানতে চায় তারা ব্রিটিশদের কিভাবে চেনে। রুশ সেনাদের ধারণা, তারা গোয়েন্দা বা চর হবে।
যুক্তরাজ্যের পররাষ্ট্র বিভাগ বলছে, এই বিষয়ে তারা আরও তথ্য জানার চেষ্টা করছেন। তবে রাশিয়ার পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র: বিবিসি
বিডিপ্রতিদিন/কবিরুল