২০১৮ সালে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর এবারই প্রথম সৌদি আরব সফরে গেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। শুক্রবার তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে সাক্ষাৎ করেছেন।
সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ এরদোগান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাক্ষাতের একটি ছবিও প্রকাশ করেছে।
এসপিএ জানিয়েছে, ‘সৌদি-তুর্কি সম্পর্কের সার্বিক দিক নিয়ে আলোচনা করছেন এরদোগান আর যুবরাজ। তারা সবক্ষেত্রেই দুই দেশের সম্পর্কের উন্নতি করতে চান।’
সৌদিতে রওয়ানা দেওয়ার সময় এরদোগান বলেছিলেন, ‘আমাদের দ্বিপাক্ষিক স্বার্থের জায়গা থেকে প্রতিরক্ষা ও অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে চাই।’
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল