ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আফ্রিকার নেতাদের মাঝে তার বক্তব্য তুলে ধরতে চান। কর্মসূচি আয়োজন করতে আফ্রিকান ইউনিয়ন কমিশনের কাছে ইউক্রেন দ্বিতীয়বার অনুরোধ জানিয়েছে। কমিশনের চেয়ারপার্সন মৌসা ফাকি এই তথ্য জানিয়েছেন।
টুইটারে ফাকি জানান, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোন আলাপের সময় তাকে এই অনুরোধ জানানো হয়েছে। টেলিফোন আলাপে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আফ্রিকান ইউনিয়ন কমিশনের সঙ্গে সুসম্পর্ক গড়ার জন্য ইউক্রেনের প্রেসিডেন্টের ইচ্ছার কথাও জানান।
তবে আফ্রিকান নেতাদের সঙ্গে জেলেনস্কির বক্তব্য তুলে ধরার অনুরোধ মঞ্জুর হবে কিনা মৌসা ফাকি সেটা জানাননি।
বিবিসির খবরে বলা হয়েছে, জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে রাশিয়াকে বাদ দিতে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এতে যে দেশগুলো ভোটদানে বিরত ছিল তার অধিকাংশই আফ্রিকার।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বর্তমান আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান এবং সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সালকে টেলিফোন করে আফ্রিকান ইউনিয়নের নেতাদের মাঝে বক্তব্য তুলে ধরার আয়োজনের অনুরোধ জানান।
সূত্র: বিবিসি
বিডিপ্রতিদিন/কবিরুল