অর্থনৈতিক সঙ্কটে নাকাল দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা। এই দুরবস্থা কাটাতে মূল্য সংযোজন কর বাড়ানো ছাড়া আর কোনও উপায় নেই বলে মন্তব্য করেছেন, শ্রীলঙ্কার অর্থমন্ত্রী আলি সাবরি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সাবরি শিকার করেন যে, ২০১৯ সালে মূল্য সংযোজন কর কমিয়ে ৮ শতাংশ করা সরকারের ভুল সিদ্ধান্ত ছিল।
সবরি জানিয়েছে, বিদেশ থেকে প্রয়োজনীয় পণ্য আমদানি করতে আগামী আট মাসে শ্রীলঙ্কার দরকার চারশ’ কোটি ডলার।
তিনি বলেন, ‘আমাদের করের পরিমাণ বাড়াতে হবে। রাজস্ব আয় ও ব্যায়ের ঘাটতি পূরণের পথ খুঁজছি আমরা।’
তার দাবি, বর্তমান মূল্য সংযোজন কর কোনোভাবেই শ্রীলঙ্কার মতো আমাদানি নির্ভর দেশের জন্য সামঞ্জস্যপূর্ণ নয়। এই কর বাড়িয়ে অন্তত ১৩ বা ১৪ শতাংশ করতে হবে।
২০১৯ সালে ক্ষমতায় এসে কর কমিয়েছিলেন, শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। লঙ্কান অর্থমন্ত্রী বলছেন, এই সিদ্ধান্ত নিশ্চিতভাবেই ভুল ছিল।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল