শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্ষে দেশটিতে জরুরি অবস্থা জারি করেছেন। আজ শনিবার সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত মার্চ থেকে দ্বীপ দেশ শ্রীলঙ্কায় অস্থিরতা চলছে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, স্বাধীন হওয়ার পর থেকে এমন তীব্র অর্থনৈতিক সঙ্কটের মুখোমুখি হয়নি। দেশটি বৈদেশিক রিজার্ভের সঙ্কটের কারণে প্রয়োজনীয় ভোগ্যপণ্য আমদানি করতে পারছে না। বিপুল অঙ্কের ঋণের দায়ে জর্জরিত শ্রীলঙ্কা।
দেশটির অর্থনৈতিক সঙ্কট সমাধানে ব্যর্থতার অভিযোগে বিক্ষোভ কোথাও কোথাও সহিংস রূপও নিচ্ছে। জরুরি অবস্থা জারির ফলে কেউ সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে গ্রেফতার করতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী।
জরুরি অবস্থা জারির সিদ্ধান্তকে ১৪ দিনের মধ্যে অনুমোদন করিয়ে নিতে হবে দেশটির সংসদে। এদিকে, জরুরি অবস্থা জারির সিদ্ধান্তের সমালোচনা করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা সাজিথ প্রেমাদাসা। তিনি বলেছেন, এ ধরনের পদক্ষেপে সঙ্কটের সমাধান হবে না।
সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/ফারজানা