আকস্মিক সফরে ইউক্রেনে পৌঁছেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণ পর জার্মানির ঊর্ধ্বতন কোনো নেতৃত্বের এই প্রথম ইউক্রেন সফর।
আল জাজিরার খবরে বলা হয়েছে, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনে রাজধানী কিয়েভের অদূরবর্তী বুচা শহরে যাত্রাবিরতি করেন। এই স্থানে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধ সংঘটিত করার অভিযোগ উঠেছে। যদিও মস্কো একাধিকবার ইউক্রেনে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানানোর অভিযোগ অস্বীকার করেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল