ইউক্রেনে প্রকৃত মৃত্যুর সংখ্যা বর্তমানে প্রচলিত আনুষ্ঠানিক সংখ্যার চেয়ে কয়েক হাজার বেশি বলে মনে করছে জাতিসংঘ। সরকারিভাবে জানানো হয়েছে এ পর্যন্ত ৩ হাজার ৩৮১ জন মারা গেছেন।
তবে ইউক্রেনে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণ কমিশনের প্রধান মাতিলদা বোগনার জেনেভায় বলেন, ‘আমরা এই সংখ্যা নির্ধারণে কাজ করছি। তবে আমরা সবাইকে বলতে চাই আনুষ্ঠানিকভাবে বর্তমানে যে তথ্য দেওয়া হচ্ছে, তার চেয়ে প্রকৃত মৃত্যুর সংখ্যা অনেক বেশি।’
তিনি আরও বলেন, ‘সবচেয়ে বড় কৃষ্ণগহ্বর হচ্ছে মারিওপোল, সেখানে আমরা প্রবেশ করতে পারছি না। যে কারণে আমরা সব তথ্যও পাচ্ছি না।’
জাতিসংঘের ৫৫ সদস্য বিশিষ্ট মানবাধিকার কমিশন ইউক্রেনে মানবাধিকার পর্যবেক্ষণ করছে। তারা জানিয়েছে বিস্ফোরকে জাতীয় অস্ত্রেই বেশি মানুষ মারা গেছে।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/নাজমুল