স্বঘোষিত দোনেতস্ক গণপ্রজাতন্ত্রের প্রধান নেতা ইউক্রেনের আরও অঞ্চল দখলের দাবি করেছেন। সিএনএনের খবরে বলা হয়েছে, দেনিস পুশিলিন বুধবার তাদের স্বাধীনতা ঘোষণা দিবসে এই দাবি করেন।
টেলিগ্রাম চ্যানেলে শেয়ারকৃত এক বিবৃতিতে দেনিস পুশিলিন বলেন, সাংবিধানিক সীমানার মধ্যে আজ স্বাধীন গণপ্রজাতন্ত্র দোনেতস্ক আমাদের জীবনে একটি নতুন পর্যায়।
মস্কোপন্থী নেতা দেনিস পুশিলিন আরও বলেন, আমাদের রাষ্ট্রের সম্পূর্ণ গঠনের ইতিহাসের মতো এই পর্যায়ও সহজ নয়। তবে দোনেতস্ক প্রজাতন্ত্র ‘বিজয় লাভের’ জন্য জন্মগ্রহণ করেছে মন্তব্য করে তিনি বলেন, আমরা আমাদের লক্ষ্য অর্জন করবই।
দোনেৎস্ক রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের একটি অঞ্চল। কৃষ্ণসাগরের উত্তর তীরে খনিজ সম্পদে (বিশেষত কয়লা) সমৃদ্ধ পাহাড়ঘেরা দোনেৎস্কের একসময় নাম ছিল স্তালিনো। এটি ইউক্রেনের ইস্পাত প্রস্তুতকারী কেন্দ্রগুলোর অন্যতম। এখানকার মোট জনসংখ্যা ২০ লাখ।
২০১৪ সালে কিয়েভে বিক্ষোভের মুখে ইউক্রেনের মস্কোপন্থী প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচ ক্ষমতাচ্যুত হন। সে সময়ই ক্রিমিয়ার পাশাপাশি এই দুই অঞ্চলের রুশপন্থীরা সক্রিয় হয়ে ওঠে। তখন ক্রিমিয়াকে রাশিয়া দখল করে নেয়। দোনেৎস্ক ও লুহানস্কের নেতারা ইউক্রেন থেকে নিজেদের পূর্ণ স্বায়ত্তশাসন দাবি করেন।
এর পরিপ্রেক্ষিতে দোনেৎস্ক পিপলস রিপাবলিক গঠন করেন রাশিয়াপন্থী বিদ্রোহীরা। ২০১৮ সালে এক নির্বাচনের মধ্য দিয়ে দোনেৎস্ক পিপলস রিপাবলিকের নেতা নির্বাচিত হন দেনিস পুশিলিন। তবে এ নির্বাচন নিয়ে প্রশ্ন রয়েছে কিয়েভের। পুশিলিন রাশিয়ার ক্ষমতাসীন দল ইউনাইটেড রাশিয়া পার্টিরও সদস্য।
গত ২১ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পূর্বে অবস্থিত দোনেতস্ক এবং লুহানস্ককে ‘স্বাধীন প্রজাতন্ত্র’ হিসেবে স্বীকৃতি দেন। সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল