ইউক্রেনের দক্ষিণ বন্দরনগরী মারিউপোলে এখনো বেশ কয়েকশ ইউক্রেনীয় সেনা অবরুদ্ধ রয়েছেন। আজভস্তাল ইস্পাত কারখানায় আটকে পড়া এমন দুই ইউক্রেনীয় সেনার স্ত্রী পোপ ফ্রান্সিসের প্রতি আটকে থাকা সেনাদের উদ্ধারে সহায়তার অনুরোধ জানিয়েছেন।
অবরুদ্ধ সেনাদের তৃতীয় কোনো দেশে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, অনুগ্রহপূর্বক তাদের মরতে দেবেন না।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ক্যাতেরিনা প্রকোপেঙ্কো (২৭) এবং ইউলিয়া ফেদেসিউক (২৯) সেন্ট পিটারস স্কয়ারের পোপের সঙ্গে সাক্ষাৎ করেন। এই নারীদ্বয় পোপকে তাদের স্বামীদের উদ্ধারে সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শরণাপন্ন হওয়ার অনুরোধ জানান।
রয়টার্সের খবরে বলা হয়েছে, ইউক্রেনীয় সেনার স্ত্রী প্রকোপেঙ্কো পোপকে বলেন, আপনিই শেষ ভরসা। আমার বিশ্বাস, আপনি তাদের জীবন রক্ষা করতে পারবেন। দয়া করে তাদেরকে মরতে দেবেন না।
এই দুই নারী তাদের স্বামীদের সঙ্গে সর্বশেষ মঙ্গলবার কথা বলেছেন বলেও জানান।
ইউক্রেনীয় সেনার স্ত্রী ফেদোসিউক বলেন, আমাদের সেনারা তৃতীয় কোনো দেশে সরিয়ে নেওয়ার অপেক্ষা করছে। এর জন্য তারা অস্ত্র সমর্পণ করতে প্রস্তুত।
সূত্র: গার্ডিয়ান
বিডিপ্রতিদিন/কবিরুল