ফিনল্যান্ডের শীর্ষ নেতৃত্ব যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগদানে- অবিলম্বে আবেদন করা উচিত বলে মত প্রকাশ করেছে। রাশিয়া ফিনল্যান্ডের এই ঘোষণায় প্রতিক্রিয়া জানিয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে বলেন, ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদান নিশ্চিতভাবে রাশিয়ার জন্য হুমকিস্বরূপ। ফিনল্যান্ড ইইউর নেওয়া ‘অবন্ধুত্বপূর্ণ উদ্যোগে অংশ নিয়েছে’ বলেও মন্তব্য করেন তিনি।
ক্রেমলিনের মুখপাত্র বলেন, সবাই চায় রাশিয়ার সঙ্গে ন্যাটোর সরাসরি সংঘর্ষ না হোক। কিন্তু ন্যাটো সদস্য সম্প্রসারণ করছে যা বিশ্ব এবং ইউরোপকে স্থিতিশীল করবে না।
ইউক্রেন সীমান্তে রাশিয়ার অঞ্চলে আক্রমণ হচ্ছে অভিযোগ করে ক্রেমলিনের মুখপাত্র বলেন, এসব অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে আরও ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয় দেখা দিয়েছে। সূত্র: গার্ডিয়ান
বিডিপ্রতিদিন/কবিরুল