পশ্চিমা সামরিক মিত্রজোট ন্যাটোতে যোগদানের পক্ষে মত প্রকাশ করেছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে তারা বিষয়টি জানান।
স্ক্যান্ডিনেভিয়ান আরেক দেশ সুইডেন বলছে, তারা প্রতিবেশী ফিনল্যান্ডের অবস্থান বিবেচনায় নিচ্ছে।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সুইস পররাষ্ট্রমন্ত্রী অ্যান লিন্ড বলেন, ন্যাটোর সদস্যপদের জন্য সুইডেন ফিনল্যান্ডের মূল্যায়ন বিবেচনায় নিবে।
সুইডেনের এই মন্ত্রী বলেন, ফিনল্যান্ড আমাদের ঘনিষ্ঠ নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগী। আমরা তাদের মূল্যায়ন বিচেনায় নেওয়ায় গুরুত্ব দিচ্ছি।
নিরাপত্তা নীতি বিষয়ক বৈঠকের (সিকিউরিটি পলিসি কনসালটেশন) রিপোর্ট পাওয়ার সুইডেন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল