ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে সাক্ষাৎ করেছেন কাতারের আমির তামিম বিন হামদ আল থানি।
আল জাজিরার খবরে বলা হয়েছে, পরমাণু চুক্তি ২০১৫ পুনর্জীবিত করতে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের বিরোধ নিরসনে মধ্যস্থতার ভূমিকা পালনের চেষ্টা করছে কাতার।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন কাতারের আমির তেহরানের মেহরাবাদ বিমান বন্দরে পৌঁছেছেন এমন ফুটেজ প্রচার করেছে। সেখানে ইরানের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবের উপস্থিত ছিলেন।
গণমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে—কাতার আমিরের সফরে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইস্যু আলোচ্যসূচিতে রয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল