২৬ মে, ২০২২ ০৪:৪৭

পাকিস্তানে রেডজোন রক্ষায় সেনা মোতায়েনের অনুমোদন শাহবাজ সরকারের

অনলাইন ডেস্ক

পাকিস্তানে রেডজোন রক্ষায় সেনা মোতায়েনের অনুমোদন শাহবাজ সরকারের

পিটিআই চেয়ারম্যান ইমরান খান বৃহস্পতিবার তার কাফেলা ইসলামাবাদে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দলের সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন। ছবি: পিটিআইয়ের টুইটার থেকে নেওয়া

আজাদি মার্চ নিয়ে বৃহস্পতিবার ভোরবেলা ইসলামাবাদে প্রবেশ করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। তিনি ডি-চকের দিকে অগ্রসর হন। 

এমন অবস্থায় শাহবাজের ফেডারেল সরকার ‌‘গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলো রক্ষা করতে’ রেড জোনে সেনাবাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ একটি প্রজ্ঞাপন টুইট করে বলেছেন, ‘সংবিধানের ২৪৫ অনুচ্ছেদের অধীনে রেড জোনে সেনাবাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে সরকার।’

‘যে ভবনগুলো সুরক্ষিত হবে তার মধ্যে রয়েছে সুপ্রিম কোর্ট, সংসদ ভবন, প্রধানমন্ত্রী ভবন, প্রেসিডেন্সি, পাকিস্তান সচিবালয় এবং কূটনৈতিক ছিটমহল,’ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।  

সূত্র : ডন

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর