বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসনের উত্তরসূরী হওয়ার দৌড়ে এক ধাপ এগিয়ে গেলেন সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক। ৮৮ ভোট পেয়ে তিনি এমপিদের প্রথম দফা ভোটে জিতেছেন।
দ্বিতীয় স্থানে বাণিজ্যমন্ত্রী আছেন পেনি মর্ডান্ট। তিনি পেয়েছেন ৬৭ ভোট। পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস ৫০ ভোট পেয়ে তৃতীয় স্থানে আছেন। চ্যান্সেলর নাদিম জাহাভি এবং প্রাক্তন স্বাস্থ্য সচিব জেরেমি হান্ট প্রধানমন্ত্রী হওয়ার প্রতিযোগিতা থেকে বাদ পড়েছেন। যারা এখনও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন তারা বৃহস্পতিবার আরেক দফা ভোটের মুখোমুখি হবেন। সেখান থেকে দুই জনকে বেছে নেওয়া হবে। চূড়ান্ত ফল জানা যাবে আগামী ৫ সেপ্টেম্বর।
গত ৭ জুলাই পদত্যাগ করবেন বলে ঘোষণা দেন ২০১৯ থেকে ক্ষমতায় থাকা বরিস জনসন। নতুন প্রধানমন্ত্রী ও দলের নতুন নেতা নির্বাচিত হলে দায়িত্ব থেকে সরে যাবেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এ নেতা।
সূত্র : বিবিসি
বিডি প্রতিদিন/ফারজানা