জামাইয়ের বিরুদ্ধে শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে। দিনাজপুরের বীরগঞ্জে জামাইয়ের এলোপাতাড়ি ছুরিকাঘাতে শাশুড়ি বাহা বেসরা ঘটনাস্থলেই মারা যায় এবং অভিযোগে জামাই সামিয়েল মার্ডিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মিনি হাসদা এবং বিকাশ কিস্কু নামে দুইজন আহত হয়ে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
নিহত বাহা বেসরা (৫৫) বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউপির চাউলিয়া রামপাড়া গ্রামে মৃত বুদরা হাসদার স্ত্রী।
এ ঘটনায় আটক জামাই সামিয়েল মার্ডি (৩৮) বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউপির দক্ষিণ চাউলিয়া গ্রামের শনিরাম মার্ডির ছেলে।
এঘটনায় আহতরা হলেন, সামিয়েল মার্ডির স্ত্রী মিনি হাসদা (৩৬) এবং একই এলাকার সুখন কিস্কুর ছেলে বিকাশ কিস্কু (৩৫)।
শুক্রবার দিবাগত গভীর রাতে বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউপির চাউলিয়া রামপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে সামিয়েল মার্ডির সাথে স্ত্রী মিনি হাসদার কলহ চলছিল। এর এক পর্যায়ে গত মাসে মিনি হাসদা বাবার বাড়ী চাউলিয়া রামপাড়া গ্রামে চলে আসেন। এতে আরও ক্ষিপ্ত হয় সামিয়েল মার্ডি। এরই ধারাবাহিকতায় শুক্রবার গভীর রাতে শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ি বাহা বেসরাকে ছুরি দিয়ে কুপিয়ে আহত করে। এতে ঘটনাস্থলে বাহা বেসরা মারা যায়। এসময় স্ত্রী মিনি হাসদা এবং শ্যালক বিকাশ কিস্কু এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে আহত করে। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে হত্যার অভিযোগে সামিয়েল মার্ডিকে আটক করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ