শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে ও তার স্ত্রী বর্তমানে মালদ্বীপের রাজধানী মালেতে আছেন। তাদের সঙ্গে দুই দেহরক্ষীও আছেন বলে জানা গেছে। মালদ্বীপ থেকে গোতাবায়া সিঙ্গাপুরে চলে যেতে পারেন বলে বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদনের বরাতে জানা গেছে।
এবার ডেইলি মিরর জানিয়েছে, গোতাবায়ার জন্য একটি প্রাইভেট জেট মালদ্বীপে পৌঁছেছে। ধারণা করা হচ্ছে, এই জেটে করেই সিঙ্গাপুরে যাবেন গোতাবায়া।
গতকাল বুধবার গোতাবায়া রাজাপক্ষের প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করার কথা ছিল। তার আগেই জনরোষের মুখে তিনি দেশ ছাড়েন। আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত গোতাবায়া পদত্যাগপত্র স্পিকারের কাছে পাঠাননি। তবে দেশটির স্পিকার জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় গোতাবায়া তাকে ফোন করেছেন। তিনি পদত্যাগপত্র পাঠাবেন বলে আশ্বস্ত করেছেন।
বিডি প্রতিদিন/ফারজানা