ইরানের পরমাণু অস্ত্র বানানো প্রতিরোধে অঙ্গীকার ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ নিয়ে যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন। চুক্তি স্বাক্ষরের আগে এই দুই নেতা বৃহস্পতিবার পশ্চিম জেরুজালেমে ওয়ান-অন-ওয়ান বৈঠকে বসেন।
বুধবার চার দিনের মধ্যপ্রাচ্য সফরে ইসরায়েলে পৌঁছান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েল থেকে সরাসরি তিনি সৌদি আরব যাবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটা বাইডেনের প্রথম সৌদি সফর।
আল জাজিরার খবর অনুসারে, ইসরায়েল-যুক্তরাষ্ট্র স্বাক্ষরিত যৌথ ঘোষণায় বলা হয়েছে— ইরানকে পরমাণু অস্ত্র থেকে দূরে রাখতে রাষ্ট্রের সকল শক্তি ব্যবহার করা হবে। যৌথ এই চুক্তিতে ইসরায়েলে যুক্তরাষ্ট্রের অব্যাহতভাবে সামরিক সহায়তা দেওয়ার বিষয়টিও রয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল