শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় সিঙ্গাপুরে পৌঁছানোর পর গোতাবায়া পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেন। শ্রীলঙ্কার স্পিকারও ইয়াপা আবেবর্ধনেও এই তথ্য নিশ্চিত করেছেন।
নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও গণ-আন্দোলনের মুখে গত মঙ্গলবার রাতে একটি সামরিক বিমানে দেশ ছেড়ে মালদ্বীপে পালিয়ে যান গোতাবায়া। এরপর বৃহস্পতিবার সেখান থেকে সিঙ্গাপুরে পৌঁছান তিনি।
সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে উপস্থিতি এএফপির সাংবাদিক জানান, গোতাবায়াকে বহনকারী বিমানটি স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে সিঙ্গাপুর পৌঁছায়। এ সময় তার সঙ্গে স্ত্রী ও দুই দেহরক্ষী ছিলেন।
মালদ্বীপ থেকে গোতাবায়া সিঙ্গাপুরে আসছেন খবরে বিমানবন্দরে ছুটে আসেন বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদকর্মীরা।
শ্রীলঙ্কান নিরাপত্তা বাহিনীর সূত্রে জানিয়েছে, গোতাবায়া রাজাপাকসে অল্প কিছু সময়ের জন্য সিঙ্গাপুর থাকবেন। এরপর তিনি মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশের উদ্দেশে যাত্রা করবেন।
বিডিপ্রতিদিন/কবিরুল