শ্রীলঙ্কার বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ভবন ‘টেম্পল-ট্রি’ ও প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছেড়ে চলে গেছেন।
স্থানীয় ডেইলি মিররের খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীরা ভবনগুলো থেকে চলে যাওয়ার সময় বলেছেন—কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে তারা ভবনগুলোর দখল ছেড়ে দিয়েছেন।
গত শনিবার হাজার হাজার বিক্ষোভকারী কারফিউ উপেক্ষা করে প্রেসিডেন্ট ভবনের দখল নেয়। তারা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে এই আন্দোলনে নামেন। বিক্ষোভকারীদের দখলে যাওয়ার আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় নিরাপদে ভবন ছাড়েন প্রেসিডেন্ট গোতাবায়া।
মঙ্গলবার রাতে গোতাবায়া রাজাপাকসে সামরিক বিমানে মালদ্বীপ পালিয়ে যান। পরে সেখান থেকে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সিঙ্গাপুরে যান তিনি। সিঙ্গাপুর থেকে ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।
বিডিপ্রতিদিন/কবিরুল