ইরানের একজন কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন সুইডেনের একটি আদালত। আল জাজিরার খবরে বলা হয়েছে, ইরানের কর্মকর্তা হামিদ নুরির বিরুদ্ধে হত্যা ও ভয়াবহ যুদ্ধাপরাধের প্রমাণ পাওয়ার দাবি করে সুইডেনের আদালত এই রায় দিয়েছে।
২০১৯ সালে স্টকহোমে ভ্রমণকালে নুরিকে আটক করা হয়। সেই থেকে এখন পর্যন্ত তিনি দেশটির কারাগারে (কাস্টডি) বন্দী আছেন।
সুইডিশ নিউজ এজেন্সির খবরে বলা হয়, ইরানের কর্মকর্তা নুরিকে নারীদের সঙ্গে সাক্ষাৎ, পার্টিতে অংশ নেওয়ার প্রলোভন দেখিয়ে সুইডেনে নেওয়া হয়।
খবর অনুসারে, ১৯৮৮ সালে ইরান-ইরাক যুদ্ধ চলাকালীন ইরানের কর্মকর্তা হামিদ নুরি দেশটির একটি কারাগারে থাকা বন্দীদের ভিন্ন বিশ্বাসের কারণে নির্বিচারে হত্যা করেন।
স্টকহোমের জেলা আদালত বৃহস্পতিবার বলেছে, ১৯৮৮ সালের জুলাই-আগস্টে ইরানের ডেপুটি প্রসিকিউটরের সহযোগীর দায়িত্ব পালনকালে হামিদ নুরি কয়েকটি নৃশংস হত্যাযজ্ঞে অংশ নিয়েছিলেন।
যদিও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই রায়কে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে রায় প্রত্যাখান করেছে।
সুইডেনে যাবজ্জীবন মানে ২০ থেকে ২৫ বছরের কারাজীবন। নুরি এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। তবে বিচার চলাকালীন নুরি কোনো ধরনের অপরাধ করার তথ্য অস্বীকার করেন।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ইরানের কর্মকর্তার বিরুদ্ধে এমন সময় এই রায় প্রদান করা হলো যখন সুইডেনের সঙ্গে দেশটির উত্তেজনা বিরাজ করছে। সাম্প্রতিক সময়ে একজন সুইডিশ পর্যটকসহ কয়েকজন ইউরোপীয় নাগরিককে আটক করেছে তেহরান।
বিডিপ্রতিদিন/কবিরুল