ফিলিপাইন আন্তর্জাতিক অপরাধ আদালতে পুনরায় যোগদান করছে না। দেশটির নতুন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এই মন্তব্য করেছেন।
আল জাজিরার খবরে বলা হয়েছে, মার্কোসের পূর্বসূরী প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেরও এ বিষয়ে একই অবস্থান ছিল। কিন্তু দেশটির মানবাধিকারকর্মীরা ফিলিপাইনকে আইসিসিতে যোগদানের আহ্বান জানাচ্ছেন।
নেদারল্যান্ডসের হেগভিত্তিক আন্তর্জাতিক আদালত থেকে প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে ফিলিপাইনকে ২০১৯ সালে প্রত্যাহার করে নেন। এর আগের বছর (২০১৮) সালে আইসিসি মাদক কারবারিদের বিরুদ্ধে নেওয়া দুতার্তের কর্মসূচির বিরুদ্ধে তদন্ত শুরু করে। দুতার্তের ওই মাদকবিরোধী অভিযানে ফিলিপাইনের হাজার হাজার মানুষ নিহত হন।
সোমবার সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মার্কোস জুনিয়র বলেন, আইসিসিতে পুনরায় যোগদানের কোনো পরিকল্পনা আমাদের নেই। গত ৩০ জুন ফিলিপাইনের দায়িত্ব গ্রহণ করা মার্কোস জুনিয়র বলেন, সম্প্রতি তিনি বিচারমন্ত্রী এবং আইনউপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে মাদকবিরোধী অভিযান নিয়ে আইসিসির তদন্ত প্রসঙ্গে কথা বলেছেন।
২০১১ সালের ১ নভেম্বর ফিলিপাইনে মাদকবিরোধী অভিযান শুরু হয়। এটা শেষ হয় ২০১৯ সালের ১৬ মার্চ।
বিডিপ্রতিদিন/কবিরুল
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        