ক্রমবর্ধমান জ্বালানি খরচে লাগাম টানতে ৬৫ বিলিয়ন ইউরোর প্যাকেজ ঘোষণা করেছে জার্মানি। রাশিয়ার ইউক্রেনে সেনা অভিযানের পাল্টা পদক্ষেপ হিসেবে মস্কোর ওপর দফায় দফায় নিষেধাজ্ঞা দেয় পশ্চিমারা। তার পাল্টা ব্যবস্থা হিসেবে পূর্ব ইউরোপে গ্যাস সরবরাহ কমিয়ে দেয় রাশিয়া।
রাশিয়ার এমন সিদ্ধান্তে বিপাকে পড়ে জার্মানির মতো বেশ কয়েকটি ইউরোপীয় দেশ। এতে দেশগুলোতে লাগামহীনভাবে বাড়তে থাকা জ্বালানির দাম।
এই সঙ্কট কাটিয়ে জ্বালানি খরচ জনসাধারণের নাগালের মধ্যে রাখতে এর আগেও দুটি বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিল জার্মানি। তবে আগের দুই প্যাকেজের চেয়ে এই প্যাকেজটি বড়।
এই প্যাকেজের আওতায় সবচেয়ে নড়বড়ে অবস্থায় থাকা ক্ষেত্রে জ্বালানির অর্থ পরিশোধ করা হবে, জ্বালানির ওপর কর কমানো হবে, যাতে ব্যবসার গতি বাড়ে।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেন অভিযান করার পর থেকে বাড়তে থাকে ইউরোপের জ্বালানির দাম।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল