রাজধানীর মেরাদিয়ায় পশুর হাট বসাতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন বনশ্রী সমমনা পরিষদের নেতারা। তাঁরা বলেন, ‘পশুর হাট বসাতে হাই কোর্টের তরফে স্থিতাবস্থার আদেশ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তালিকা থেকে মেরাদিয়া হাট বাদ দিলেও একটি চক্র হাট বসাতে তৎপর। তারা নানাভাবে হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে। তাদের হুমকিতে আমরা ভয় পাই না। মেরাদিয়ায় অবৈধ হাট বসাতে দেওয়া হবে না।’
গতকাল মেরাদিয়া বাজারে সমমনা পরিষদ-বনশ্রী আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তাঁরা। বনশ্রীর মেরাদিয়ায় ঘনবসতিপূর্ণ এলাকায় মানুষের বাড়িঘরের সামনে হাই কোর্টের নিষেধাজ্ঞা এবং সিটি করপোরেশন কর্তৃক হাটের তালিকা থেকে বাদ দেওয়ার পরও হাট বসানোর ষড়যন্ত্রের প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘যারা হাট বসায় তারা বনশ্রী বা আফতাবনগরের কেউ নয়। তারা আসে সবুজবাগ, বাড্ডা, খিলগাঁও থেকে। কোনো রাজনৈতিক পরিচয় না থাকলেও তারা বড় দলের নেতাদের নাম ভাঙিয়ে ভয় দেখায়। আজ থেকে কোরবানির হাটের দিন পর্যন্ত আমরা রাজপথে থাকব। যদি আমাদের বাসার সামনে গরু আনা হয়, আমরা ঝাড়ু ও বাথরুমের ব্রাশ দিয়ে প্রতিরোধ করব।’
মানববন্ধনে বনশ্রী সমমনা পরিষদের সভাপতি শাহাবুদ্দিন শিকদার বলেন, ‘বনশ্রীর মেরাদিয়া একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা। এ এলাকায় ৬৮০টি বাড়ি আছে। দীর্ঘদিন ধরে আমাদের বাসার গ্যারেজ, এমনকি মূল ফটকের সামনেও হাট বসানো হয়। এতে মালিক-ভাড়াটিয়ারা বাসা থেকে বের হতে পারেন না। এলাকায় নোংরাভাব ছড়িয়ে পড়ে। ঈদের ১৫ দিন আগ থেকেই বিশৃঙ্খলা শুরু হয়।’
বিডি প্রতিদিন/আশিক