রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফাইনালে উঠলে স্টেডিয়ামে উপস্থিত থেকে খেলা দেখবেন এবং বিরাট কোহলির সঙ্গে আইপিএল ট্রফি উঁচিয়ে ধরবেন—এমন ঘোষণা দিলেন সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স।
ডি ভিলিয়ার্স বলেন, 'বেঙ্গালুরু ফাইনালে উঠলে আমি অবশ্যই ম্যাচ দেখতে স্টেডিয়ামে থাকব। বিরাট কোহলির সঙ্গে আইপিএল ট্রফি ধরার আনন্দ, জীবনে আর কিছুতে পাওয়া সম্ভব নয়।'
২০১১ সাল থেকে ২০২১ পর্যন্ত আরসিবির হয়ে ১১টি মৌসুম খেলেছেন ডি ভিলিয়ার্স। এই সময়ের মধ্যে বহু ম্যাচে দলের জন্য অসাধারণ পারফরম্যান্স দিয়েছেন তিনি। দুইবার আইপিএল ফাইনালেও উঠেছিল বেঙ্গালুরু, তবে চ্যাম্পিয়ন হওয়া হয়নি।
২০২১ সালের নভেম্বরে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন ডি ভিলিয়ার্স। তবুও কোহলি ও আরসিবির সঙ্গে তার বন্ধন এখনও অটুট।
চলতি আইপিএলে বেশ ভালো জায়গায় রয়েছে আরসিবি। তাই ডি ভিলিয়ার্স আশাবাদী, এবার হয়তো সেই অপূরণীয় স্বপ্ন পূরণ হবে। আর সেই মুহূর্তে ভারত এসে মাঠে উপস্থিত থাকার সিদ্ধান্ত ইতোমধ্যেই নিয়ে ফেলেছেন তিনি।
বিডি প্রতিদিন/মুসা