ইউক্রেনে অভিযান শুরুর প্রায় সাতমাসের মাথায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন করে সৈন্যসমাবেশের ঘোষণা দিয়েছেন। রাশিয়ার হাতে থাকা পরমাণু অস্ত্র নিয়ে পশ্চিমাদের প্রচ্ছন্ন হুমকিও দিয়েছেন তিনি।
বুধবার জাতির উদ্দেশ্যে প্রেসিডেন্ট পুতিন ভাষণ দেওয়ার পর সর্বত্র তার বক্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকরা পুতিনের বক্তব্যের মর্মার্থ উদঘাটনের চেষ্টা করছেন।
রুশ-যুদ্ধবিদ্যায় বিশেষজ্ঞ এমন একজন ইতোমধ্যে পুতিনের বক্তব্যের একটা ব্যাখা দিয়েছেন। রুশ প্রেসিডেন্টের হুমকিকে হালকাভাবে না নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ড. রবার্ট সিলি নামে এই বিশেষজ্ঞ বলেন, পুতিনের পরমাণু অস্ত্র নিয়ে প্রদান করা হুমকি পশ্চিমাদের বিবেচনায় নেওয়া উচিত। তিনি বলেন, আগামী ৬ থেকে ৯ মাসে দক্ষিণ-পূর্ব ইউক্রেনে রুশ সেনারা বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হলে, পুতিন কৌশলগত পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারেন, অথবা পরমাণু অস্ত্র ব্যবহারের কাছাকাছি যেতে পারে। রাশিয়ার যুদ্ধবিদ্যায় রবার্ট সিলির ডক্তরেট ডিগ্রি রয়েছে। তিনি বলেন, রিজার্ভ সেনা জড়ো করা, পরমাণু অস্ত্র হুমকি দেওয়া এবং অঞ্চল সম্প্রসারণ করা; যুদ্ধে পরাজয়ের লক্ষণ। এই বিশেষজ্ঞের বিশ্বাস–পুতিনের এখন লক্ষ্য, ইউক্রেনে পশ্চিমা অস্ত্র সরবরাহ বন্ধ করা। পুতিন এটা করতে সক্ষম হলে ইউক্রেনে এখনো তার জেতার সম্ভাবনা আছে বলেও মন্তব্য করেন তিনি। সূত্র: বিবিসি
বিডিপ্রতিদিনি/কবিরুল