তেহরান থেকে চায়নাগামী একটি যাত্রীবাহী বিমানে বোমা আতঙ্কের খবরে যুদ্ধবিমান উড়িয়েছে ভারত। ভারতের বিমানবাহিনী (আইএএফ) জানিয়েছে, তাদের কাছে খবর আসে ইরান থেকে চীনাগামী একটি বিমানে বোমা রয়েছে। বিমানটি তাদের আকাশসীমা অতিক্রম করবে। এই খবরে তারা যুদ্ধবিমান প্রস্তুত করে।
আইএএফ আরও জানিয়েছে, তেহরান থেকে তাদেরকে বোমা আতঙ্কের বিষয়টি উপেক্ষা করতে বলা হয়। এরপর ইরানের বিমানটি চীনে যায়।
এনডিটিভির খবর অনুসারে, ভারতের কয়েকটি যুদ্ধবিমান ইরানের যাত্রীবাহী বিমানটিকে নিরাপদ দূরত্বে অনুসরণ করে। ইরানের বিমানটিকে উত্তর-পশ্চিম ভারতের দুটি বিমানবন্দরে ( জয়পুর, চন্দ্রিগড়) অবতরণ করতে বলা হয়। তবে ইরানের যাত্রীবাহী বিমানের পাইলট বিমান অবতরণ করাতে অনিচ্ছা প্রকাশ করেন।
ফ্লাইটরাডার২৪ এর তথ্য অনুসারে, মাহান এয়ার ফ্লাইট ডব্লিউ৫৮১ তেহরান থেকে চীনের গুয়াংঝু বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়। মিয়ানমার হয়ে চীনে যাওয়ার আগে বিমানটি ভারতের উত্তর ও পশ্চিমের আকাশে কয়েকবার চক্কর দেয়। তবে যাত্রীবাহী বিমানটি অনুসরণে ভারত কোন কোন যুদ্ধবিমান পাঠায় সে তথ্য জানায়নি দেশটির বিমানবাহিনী।
বিডিপ্রতিদিন/কবিরুল