ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ফোনে কথা বলেছেন। মঙ্গলবারের ফোনালাপে পরমাণু হুমকি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মোদী।
ভারতের প্রধানমন্ত্রীর কার্যাল জানিয়েছে, মোদী সংলাপ ও কূটনৈতি উপায়ে এই সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন। মোদী মনে করেন, সামরিকভাবে এই সঙ্কট সমাধান করার কোনো উপায় নেই।
জেলেনস্কির সাথে আলাপে শান্তি আলোচনা বা চুক্তিতে যেকোনো প্রকার সহায়তা করার জন্য ভারত প্রস্তুত বলেও জানিয়েছেন মোদী।
এসময় মোদী ইউক্রেনের পারমাণবিক স্থাপনা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। কারণ এইসব স্থাপনা কোনোভাবে হামলার শিকার হলে তা জনগণের জন্য বড় বিপর্যয় ডেকে আনতে পারে।
যদিও রাশিয়ার ইউক্রেন অভিযানের সরাসরি বিরোধীতা করেনি ভারত। জাতিসংঘে রাশিয়ার বিপক্ষে আনা কোনো প্রস্তাবের পক্ষেও ভোট দেয়নি ভারত। উল্টো, রাশিয়া থেকে প্রচুর পরিমাণে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে দিল্লি।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল