রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে খাদ্যশস্য রপ্তানিতে মানবিক করিডর বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, সন্ত্রাসমূলক কাজের জন্য ব্যবহার করা হলে এটি বন্ধ করে দেওয়া হবে।
কাজাখিস্তানের রাজধানী আস্তানায় সংবাদ সম্মেলনে পুতিন এই মন্তব্য করেন। রুশ প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে কথা বলার কোনো প্রয়াজন।
আগামী মাসে ইন্দোনেশিয়ার রাজধানী বালিতে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে পুতিন যাবেন বলে গুঞ্জন উঠেছিল। এ প্রসঙ্গে পুতিন বলেন, জি-২০ সম্মেলন নিয়ে তিনি এখনো সিদ্ধান্ত নেননি। সূত্র: গার্ডিয়ান
বিডিপ্রতিদিন/কবিরুল