ইরানের তৈরি ড্রোন দিয়ে ইউক্রেনে ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়া। এই ড্রোন মোকাবিলায় প্রযুক্তি প্রস্তুত করার তথ্য জানাল ইউক্রেন।
শুক্রবার ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ বলেন, রাশিয়ার হাতে ইরানের তৈরি ৩০০ ড্রোন আছে। মস্কো এই ধরনের ড্রোন আরও কয়েক হাজার কেনার চেষ্টা চালাচ্ছে।
ইউক্রেনের এই মন্ত্রী বলেন, রাশিয়া আরও ড্রোন কিনছে কিনা একদিকে সেটা যেমন লক্ষ্য রাখছি, অন্যদিকে ড্রোন মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছি।
ড্রোন মোকাবিলায় প্রযুক্তি প্রস্তুত করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ড্রোন বিচ্ছিন্ন করে ভেতরে কী আছে তা দেখে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়া ইরানের কামিকাজে ড্রোনসহ আরও কয়েকটি ড্রোন ব্যবহার করছে বলে খবর বের হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী ১০৯টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল