রুশ বাহিনীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ অব্যাহত রাখতে ইউক্রেন অতিরিক্ত ৭২৫ মিলিয়ন ডলারের অস্ত্র এবং অন্যান্য সামরিক সহায়তার প্যাকেজ পাঠানোর ঘোষণা দিল মার্কিন যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউস বলেছে, কিয়েভ এবং অন্যান্য লক্ষ্যবস্তুতে রাশিয়ার নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে ওয়াশিংটন এই সপ্তাহে ইউরোপীয় মিত্রদের কাছ থেকে সহায়তা প্যাকেজের ঘোষণা দিচ্ছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন শুক্রবার এক বিবৃতিতে বলেন, ইউক্রেনজুড়ে বেসামরিক নাগরিকদের উপর রাশিয়ার নৃশংস ক্ষেপণাস্ত্র হামলা ও রুশ বাহিনীর নৃশংসতার পাড়ারসম প্রমাণ পাওয়ার পরই এই সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরে এক টুইট বার্তায় ব্লিঙ্কেন বলেন, রুশ বাহিনীকে পিছনে ঠেলে দিতে ইউক্রেনীয় যোদ্ধাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র ঐক্যবদ্ধ।
আলাদা এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, ওয়াশিংটনের নতুন সামরিক প্যাকেজে হিমার্স (হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম) এর জন্য আরও গোলাবারুদ রয়েছে। এর মধ্য দিয়ে জো বাইডেনের প্রশাসন ক্ষমতায় আসার পর থেকে ইউক্রেনে মোট ১৮.৩ বিলিয়ন ডলারের মার্কিন সামরিক সহায়তা পাঠানো হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনে এখন ২০টি হিমার্স পাঠিয়েছে। এছাড়া আগামী বছরগুলোতে আরও ১৮টি হিমার্স পাঠানো হবে। হিমার্স একটি গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে প্রমাণিত হয়েছে যা গোলাবারুদ ডিপো, সেতু এবং অন্যান্য মূল লক্ষ্যবস্তুতে আঘাত করায় ইউক্রেনের ক্ষমতাকে সমৃদ্ধ করেছে এবং রাশিয়ার সৈন্য সরবরাহের ক্ষমতাকে হ্রাস করেছে। সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/কালাম