পাকিস্তানের পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশটিকে বিপজ্জনক দেশ বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। এরই মধ্যে বাইডেনের মন্তব্যের প্রতিবাদ জানাতে পাকিস্তানের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লোমকে তলবের সিদ্ধান্ত হয়েছে। খবর জিও টিভি ও ডনের।
এমনটাই জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। তিনি বলেছেন, পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্যের আনুষ্ঠানিক প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য বর্তমান শাহবাজ সরকার মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লোমকে তলব করবে।
এর আগে, শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেন, বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশের তালিকায় পাকিস্তানের নাম থাকবে। কারণ ইসলামাবাদের হাতে যে পারমাণবিক অস্ত্রভাণ্ডার আছে, তাতে কোনও নিয়ন্ত্রণ নেই।
টেলিভিশন বিজ্ঞানী বিল নাই এবং ফ্যাশন ডিজাইনার টম ফোর্ড-সহ দর্শকদের উদ্দেশ্যে ভাষণের সময় বাইডেন আরও বলেন, আমার মনে হয়, বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ হল পাকিস্তান। সে দেশের হাতে নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্র আছে।
বিডি-প্রতিদিন/শফিক