ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে অস্ত্র সরবরাহ করা হয়নি বলে দাবি করেছে ইরান। দেশটি বলেছে, তারা ভবিষ্যতেও অস্ত্র দেবে না। গত শুক্রবার পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই দাবি করেন।
যদিও ইউক্রেনীয় ভূখণ্ডে হামলার জন্য ইরানের তৈরি কামিকাজে ড্রোন ব্যবহার করা হচ্ছে বলে দাবি করে আসছে ইউক্রেন কর্তৃপক্ষ এবং মার্কিন গোয়েন্দা।
শুক্রবার ওই ফোনালাপে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান এই অভিযোগ অস্বীকার করেন। এক বিবৃতিতে ইরান সরকার বলেছে, আবদুল্লাহিয়ান ফোনালাপে আবারও জোরালো কণ্ঠে বলে দিয়েছেন যে ইউক্রেন যুদ্ধের জন্য তেহরান অস্ত্র সরবরাহ করেনি এবং করবেও না।
তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, সংঘাতে লিপ্ত যেকোনো পক্ষকে অস্ত্র দেওয়ার মধ্য দিয়ে যুদ্ধ দীর্ঘায়িত হবে। সুতরাং ইউক্রেন, আফগানিস্তান, সিরিয়া কিংবা ইয়েমেন-কোথাও যুদ্ধ অবিরত থাকুক, তা আমরা চাইনি এবং চাই না।’
সূত্র : সিএনএন
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ