ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের অর্থনৈতিক নীতি আসলে একটি ভুল বলেই মনে করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
সম্প্রতি কর কর্তনের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে রীতিমতো বিপাকে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। শোনা যাচ্ছে দলের মধ্যেও তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে।
একটি আইসক্রিমশপে সাংবাদিকদের মুখোমুখি হওয়া বাইডেন জানালেন, ট্রিকল ডাউন পরিকল্পনা থেকে তিনি দূরে সরে গেছেন। বাইডেন বলেন, ‘আমি একা নয় অনেকেই মনে করেন এটা একটা ভুল ছিল।’
বাইডেন জানান, তিনি ব্যক্তিগতভাবে ট্রাসের কর কর্তন নীতির বিপক্ষে। তবে আসল ঠিক বা ভুল বিচার করবে ট্রাসের দেশ গ্রেট বিটেন।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল