ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার ৪৪ ঘণ্টা পর জনসম্মুখে এসে কথা বলেছেন জেইর বলসোনারো। মাত্র দুই মিনিট তিনি কথা বলেছেন। ভোটারদের তিনি ধন্যবাদ জানিয়েছেন। তবে সাংবাদিকদের প্রশ্নের কোনো জবাব দেননি। পরাজয় স্বীকার করেও কিছু বলেননি। চিরাচরিত রীতিও ভেঙেছেন জয়ী প্রার্থী লুইস ইনাসিও লুলা দ্য সিলভার কথা উচ্চারণ না করে। তবে হার শিকার না করলেও ফলাফল নিয়েও প্রশ্ন তোলেননি তিনি।
নির্বাচনী প্রচারণা চলাকালে জেইর বলসোনারো ও লুলা একে অপরকে আক্রমণ করে বক্তব্য দিয়েছিলেন। হেরে গেলে বলসোনারো পরাজয় মেনে নেবেন না বলে ঘোষণাও দিয়েছিলেন। শুধু তাই নয়, ভোটিং সিস্টেম নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। তাই বলসোনারো হেরে গেলে অনেকেই ব্রাজিলে পরিস্থিতির অবনতি হবে বলে আশঙ্কা করেছিলেন। তবে তেমন কিছু ঘটছে না। ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে ব্রাজিলে। জেইর বলসোনারোর চিফ অব স্টাফ সিরো নোগুইয়েরা এ তথ্য জানিয়েছেন।
ব্রাজিলের সর্বোচ্চ আদালত জানিয়েছেন, ক্ষমতা হস্তান্তরের অনুমতি দেওয়ার মাধ্যমে জেইর বলসোনারো নির্বাচনের ফলাফলকে মেনে নিয়েছেন।
রবিবার সামান্য ব্যবধানে লুইস ইনাসিও লুলা দ্য সিলভা জেইর বলসোনারোকে হারিয়েছেন। তাই জাতিকে একতাবদ্ধ করা লুলার জন্য বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র : বিবিসি
বিডি প্রতিদিন/ফারজানা