পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ছুড়লো দুই প্রতিবেশী দেশ উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। বিবিসি জানিয়েছে, প্রথমবারের মতো দুই দেশ একে অপরের উপকূল লক্ষ্য করে এ ক্ষেপণাস্ত্র ছুড়ে।
আজ বুধবার প্রথমে দক্ষিণ কোরিয়ার সোকছো শহরের উপকূল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ে উত্তর কোরিয়া। এর তিন ঘণ্টা পর দক্ষিণ কোরিয়াও পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ে।
গত সোমবার থেকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু হয়। এটি শেষ হবে শুক্রবার। উত্তর কোরিয়া মঙ্গলবার সতর্ক করে জানায়, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে ইতিহাসে চড়া মূল্য দিতে হবে যদি তারা যৌথ মহড়া অব্যাহত রাখে।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, শীঘ্র উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাবে। তারা সব প্রস্তুতি সম্পন্ন করছে।
বিডি প্রতিদিন/ফারজানা