পশ্চিম তীরে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
নিহতের নাম হাবিস আব্দেল হাফিজ রায়ান। ৫৪ বছর বয়সী এই ফিলিস্তিনি নাগরিকের বিরুদ্ধে ইসরায়েল তল্লাশি চৌকিতে গাড়ি চাপা ও ছুরিকাঘাত করার অভিযোগ তুলেছে।
ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, গাড়ি থেকে বের হয়ে এসে ফিলিস্তিনি ব্যক্তি কুড়াল নিয়ে ইসরায়েলি সেনার ওপর আক্রমণ করে। এরপর ওই সেনা তাকে গুলি করে নিবৃত্ত করে। হামলায় ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি সেনারা রায়ানকে প্রকাশ্যে গুলি করে।
বিডিপ্রতিদিন/কবিরুল