ইউক্রেনের সঙ্গে করা শস্য পরিবহন চুক্তিতে বহাল থাকার কথা জানিয়েছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে বলেছে, শস্য পরিবহনের মানবিক করিডর সমরাস্ত্র পরিবহনে ব্যবহার করা হবে না এই নিশ্চয়তা তারা পেয়েছেন। চুক্তিতে পৌঁছাতে তুরস্ক ও একটি আন্তর্জাতিক সংগঠন সহায়তা করেছে বলেও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
চলতি বছরের জুলাইয়ে তুরস্ক ও জাতিসংঘের সহায়তায় কৃষ্ণসাগরের বন্দর দিয়ে শস্য পরিবহনে ইউক্রেনের সঙ্গে ঐতিহাসিক চুক্তি করে রাশিয়া। তবে গত মাসে ক্রিমিয়ার সেভাস্তপোলে এক হামলার পর চুক্তি থেকে সরে যাওয়ার ঘোষণা দেয় রাশিয়া। মস্কো অভিযোগ করে, ইউক্রেনের সেনাবাহিনী এই হামলা চালিয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল