ইউক্রেনের সঙ্গে রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর দিয়ে শস্য পরিবহন চুক্তি করতে ভূমিকা রেখেছিল তুরস্ক। রাশিয়া সম্প্রতি চুক্তি থেকে সরে যাওয়ার ঘোষণা দেয়। এরপর আজ বুধবার ফের চুক্তিতে ফেরার ঘোষণা দিয়েছে মস্কো।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, শস্য পরিবহনের করিডর সমরাস্ত্র পরিবহনে ব্যবহার করা হবে না, সেই গ্যারান্টি তারা পেয়েছেন। চুক্তিতে ফিরতে তুরস্ক ও একটি আন্তর্জাতিক সংস্থা সহায়তা করেছে বলেও রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে।
ইস্তামবুল থেকে আল জাজিরার প্রতিনিধি রেসুল সেরদার বলেছেন, ‘কৃষ্ণসাগরের শস্য পরিবহন চুক্তিতে রাশিয়াকে ফেরাতে ভূমিকা রেখেছে তুরস্ক। এর মাধ্যমে এটা ফুটে উঠেছে যে, রাশিয়া-ইউক্রেনের মধ্যে তুরস্ক এখন ডি-ফ্যাক্টো মধ্যস্থতাকারী।’
আল জাজিরার এই সাংবাদিক বলেন, চলতি সপ্তাহের শেষে রাশিয়া চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু কিয়েভ-মস্কো, জাতিসংঘ এবং আঙ্কারার মধ্যে গভীর আলোচনার পর চুক্তি পুনরায় জীবিত ও কার্যকর হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল