টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক এখন টুইটারেরও মালিক। আর তিনি টুইটার কিনেই জানিয়েছিলেন পরিবর্তন আসছে। আর সেই পরিবর্তন জেরে ব্লু টিক বা নীল টিকের জন্য মাস্কের চাই প্রতি মাসে ৮ ডলার।
মুক্ত মত বা বাক স্বাধীনতার কথা বলে টুইটার কেনা মাস্কের এমন সিদ্ধান্তে সমালোচনার ঝড় উঠেছে। তবে তাতেও টুইটার কর্তার কিছু যায় আসে না।
তিনি টুইটে কফির ছবি দিয়ে দেখিয়েছেন, এক কাপ কফি কিনতে যে কেউ হাসিমুখে ৮ ডলার দিচ্ছে একবারে। অথচ নীল টিকের জন্য মাসে ৮ ডলার দিলেই রাগ!
এরপর তিনি আরও যুক্তি দিয়েছেন ৫৮ ডলার লাগে টি শার্ট কিনতে। আবার তিনি বলেছেন, আপনি যে রকম অর্থ দিবেন সেকরম সেবাই পাবেন।
যদিও মাস্কের এমন সিদ্ধান্ত ব্যবহারকারীরা ভালোভাবে নিতে পারছে না। তারা এমন কাণ্ডে হতাশা প্রকাশ করছেন। তবে মানুষের হতাশায় ধনকুবের মাস্কের কিছুই যায় আসে না, তিনি ছুটছেন আপন মনে।
মাস্ক বলেছেন, ‘অভিযোগকারীরা অভিযোগ করতে থাকুন কিন্তু আপনাকে ৮ ডলার (নীল টিকের জন্য) দিতেই হবে।’
বিডি প্রতিদিন/নাজমুল