পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানসহ তার রাজনৈতিক দল পিটিআইয়ের কয়েকজন নেতা গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার ওয়াজিরাবাদের আল্লাহওয়ালা চকে লং মার্চের রিসিপশন ক্যাম্পে এই ঘটনা ঘটে।
পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওয়াজিরাবাদে অজ্ঞাত হামলাকারীরা ইমরান খানের কন্টেইনারে প্রকাশ্যে গুলি করেছে। খানের পায়ে কয়েকটি গুলি লেগেছে।
পিটিআইয়ের মহাসচিব আসাদ উমর এই তথ্য নিশ্চিত করে বলেছেন, লং মার্চে ইমরান খান টার্গেট হামলার শিকার হয়েছেন।
আসাদ উমর বলেন, ইমরান খানকে লাহোর মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। ইমরান খানের পাশাপাশি সিনেটর ফয়সাল জাভেদ, সিন্ধুর সাবেক গভর্নর ইমরান ইসমাইল, আহমেদ চাত্তা এবং উমরদারও গুলিবিদ্ধ হয়েছেন।
সূত্র জানিয়েছে, একজন হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই ঘটনার নিন্দা জানিয়েছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল