পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ অভিমুখী লংমার্চে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর হামলা হয়েছে। পাঞ্জাবের ওয়াজিরাবাদে এই হামলায় ইমরান খানসহ দলের কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পাকিস্তানে আগাম নির্বাচনের দাবিতে করাচি থেকে রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে লংমার্চ শুরু করেন ইমরান খান। গত শুক্রবার এই লংমার্চ শুরু হয়। এই লংমার্চে কন্টেইনার ব্যবহার করে বিশেষ গাড়ি তৈরি করা হয়েছে। এই গাড়িতে যাত্রা করছেন ইমরান খান।
পিটিআই নেতা ইমরান ইসমাইল বলেন, বৃহস্পতিবার ওই কন্টেইনারের সামনে থেকে একে–৪৭ রাইফেল ব্যবহার করে গুলি চালানো হয়েছে।
পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহকে তিনি অবিলম্বে রিপোর্ট প্রদানের নির্দেশ দিয়েছেন। ইমরান খানের সুস্বাস্থ্যও কামনা করেছেন তিনি।
শাহবাজ শরিফ বলেন, কেন্দ্রীয় সরকার পাঞ্জাব সরকারকে প্রয়োজনে তদন্ত ও নিরাপত্তায় সর্বপ্রকার সহায়তা প্রদান করবে। পাকিস্তানে সহিংসতার কোনো জায়গা নেই বলেও মন্তব্য করেন তিনি।
বিডিপ্রতিদিন/কবিরুল