পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে বিক্ষোভ মিছিল চলাকালীন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যাচেষ্টার ঘটনায় এক হামলাকারী পাল্টা গুলিতে নিহত ও অপরজনকে গ্রেফতার করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। খবর আল-জাজিরার।
জানা গেছে, গুলি চালানোর পরই জনসভায় উপস্থিত জনগণের হাতে ধরা পড়ে এক হামলাকারী যুবক। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এর মধ্যেই অভিযুক্তকে কিল-চড়-ঘুষিও মারতে থাকে উত্তেজিত জনতা, এসময় তাকে গুলি করে মেরে ফেলা হয়।
বিডি-প্রতিদিন/শফিক