পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যাচেষ্টার ঘটনায় পুলিশ একমাত্র অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়েছে।
স্থানীয় গণমাধ্যমে আক্রমণকারীর স্বীকারোক্তিমূলক একটি ভিডিও বিবৃতি প্রচার করা হচ্ছে। এই ভিডিওতে হামলাকারীকে বলতে শোনা গেছে, ‘ইমরান খান মানুষকে ভুল বোঝাচ্ছেন’ (মিস গাইড করেছেন)।
হামলাকারী বলেন, ‘ইমরান খান মানুষকে ভুল পথে পরিচালিত করছেন। আমি এটা মানতে পারছি না। এ কারণে আমি তাকে হত্যার চেষ্টা করেছি ‘
ভিডিও বিবৃতিতে আক্রমণকারী বলেন, আমি তাকে (ইমরান খান) হত্যার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি শুধু ইমরান খানকে হত্যা করতে চেয়েছি, আরও কাউকে নয়।
তবে এখন পর্যন্ত হামলাকারীর নাম ও বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। সূত্র: ডন
বিডিপ্রতিদিন/কবিরুল