পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে লং মার্চে ইমরান খানের ওপর গুলি করা হয়েছে। তার পায়ে তিন থেকে চারটি গুলি লেগেছে। হামলার সময় ইমরান খানের পাশে ছিলেন তার দলের নেতা ইমরান ইসমাইল। তিনি বলেন, ‘একে-৪৭ রাইফেল নিয়ে এ হামলা চালানো হয়েছে।’ ঘটনার একটি ভিডিও ফুটেজে বন্দুক হাতে এক যুবককে দেখা গেছে।
এক বিবৃতিতে পাঞ্জাব প্রদেশের পুলিশ জানিয়েছে, ইমরান খানের বহরে হামলায় সাতজন আহত হয়েছেন ও একজন নিহত হয়েছেন। নিহতের নাম মুয়াজ্জাম নওয়াজ। পিটিআই দাবি করেছে, নিহত ব্যক্তি ইমরান খানের সমর্থক।
পাঞ্জাব পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। সূত্র: আল জাজিরা, ডন
বিডিপ্রতিদিন/কবিরুল