লং মার্চে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ হওয়ার পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। ডনের খবরে বলা হয়েছে, কোয়েটায় ইমরান খানের সমর্থকেরা বিমানবন্দরের রাস্তা অবরোধ করেছেন। এতে ওই অঞ্চলে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।
এছাড়া করাচির শারয়ে ফয়সাল, উত্তর নাজিমাবাদ, লানডি, কায়দাবাদ, উত্তর করাচি, হাব রিভার রোড, মাউরিপুর এবং মারদানে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করেছেন।
ইমরান খানকে পাঞ্জাব হাসপাতাল থেকে শওকত খানম মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন, ইমরান খান শঙ্কামুক্ত।
এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে। ওই ছবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খানকে স্ট্রেচারে শোয়া অবস্থায় দেখা যাচ্ছে।
পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের ওই ছবি ২০১৪ সালের। ওই বছর ১৭ আগস্ট ইমরান খান নিজেই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল