পৃথক ঘটনায় চার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে জানায়, পশ্চিম তীরে ইসরায়েলিদের গুলিতে দাউদ মাহমুদ খলিল রায়ান (৪২) নামে একজন ফিলিস্তিনি নিহত হন। তিনি পশ্চিম তীরের বেইট ডুককু এলাকার বাসিন্দা ছিলেন।
জেরুজালেমের ওল্ড সিটিতে এক ইসরায়েলি পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাতের দায়ে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়। ছুরির আঘাতে ওই কর্মকর্তা সামান্য আহত হয়েছেন। বাকি দু’জন নিহত হন জেনিনে।
হত্যাকাণ্ডের এ ঘটনাগুলো পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ঘরে যাওয়া কয়েকটি সহিংসতার কারণে ঘটেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। চলতি বছর ইহুদি রাষ্ট্রের পুলিশ ও সেনাবাহিনী ১৩০ জনেরও বেশি ফিলিস্তিনে হত্যা করেছে।
বিডি-প্রতিদিন/শফিক