পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর বন্দুক হামলার পর পিটিআই এর জ্যৈষ্ঠ নেতারা শুক্রবার বৈঠকে বসে। এই বৈঠকে কী আলোচনা হয়েছে তা আগেভাগে জানিয়েছেন পিটিআই নেতা ও সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।
একাধিক টুইট বার্তায় পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী বলেছেন, ‘প্রাথমিক প্রতিবেদনে নিশ্চিত হওয়া গেছে, একাধিক আক্রমণকারী ছিল।’ পিটিআই এর সিনিয়র নেতারা এই আক্রমণকে ‘সুপরিকল্পিত ষড়যন্ত্র’ এর পূর্ব লক্ষণ বলেও অভিহিত করেছেন। এই বৈঠকে সরকার ও সেনাবাহিনীর সন্দেহভাজন তিন ব্যক্তির নাম নিয়ে আলোচনা করা হয়। বলা হয়, তারা ঘটনার মাস্টারমাইন্ড ছিলেন।
এর আগে গতকাল পিটিআই নেতা আসাদ উমর ইমরান খানের বরাতে বলেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানা উল্লাহ এবং মেজর জেনারেল ফয়সাল হামলায় জড়িত। শুক্রবারের বৈঠকে পিটিআই নেতারা অবিলম্বে পাঞ্জাব প্রদেশের পুলিশ প্রধানের পদত্যাগ দাবি করেন।
বৃহস্পতিবার পাঞ্জাব প্রদেশে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরানের নেতৃত্বাধীন লংমার্চে গুলির ঘটনা ঘটে। ইমরানের পায়ে গুলি লাগে। পায়ে গুলিবিদ্ধ ইমরানকে লাহোরের একটি হাসপাতালে নেওয়া হয়। এই ঘটনায় একজনকে আটক করে পুলিশ। ওই ব্যক্তি হামলার দায় স্বীকারও করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল