নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে আলোচনার জন্য পুতিনের ঘনিষ্ঠ মিত্র পেত্রুসেভ ইরানে সফর করছেন। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাসের খবরে বলা হয়েছে, রাশিয়ার শক্তিশালী নিরাপত্তা কাউন্সিলের মহাসচিব নিকোলাই পেত্রুসেভ বুধবার তেহরান সফরে গিয়েছেন। ইরানের কর্মকর্তাদের সঙ্গে তিনি নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবেন।
আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের এই ঊর্ধ্বতন কর্মকর্তা এমন এক সময় ইরানে সফর করছেন যখন তেহরানের বিরুদ্ধে রাশিয়াকে ড্রোন সরবরাহের অভিযোগ উঠেছে। চলতি সপ্তাহে ইরান রাশিয়াকে ড্রোন দেওয়ার তথ্য স্বীকারও করেছে। তবে তেহরান বলছে, রাশিয়াকে ড্রোন সরবরাহ করা হয়েছে যুদ্ধ শুরুর আগে ।
কিয়েভ এবং পশ্চিমারা বলছে, ইউক্রেনের জ্বালানি স্থাপনায় আক্রমণে রাশিয়া ইরানের ড্রোন ব্যবহার করছে। রাশিয়ার এই ধরনের হামলার কারণে ইউক্রেন ব্যাপক ব্লাকআউটের শিকার হচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল