কপাল বুঝি একেই বলে, ভাগ্য যখন দেয় তখন দু’হাত খুলে দেয়। তেমনই এক সুপ্রসন্ন ভাগ্যবান পেয়েছেন ২.০৪ বিলিয়ন ডলার।
এবারের ভাগ্যবান নম্বরটি ছিল ১০, ৩৩, ৪১, ৪৭, ৫৬ ও ১০। আল্টাডেনায় বিক্রি বিক্রি হওয়া টিকেটের সাথে সব নম্বর মিলে যাওয়ায় তার হাতেই যাচ্ছে বিশ্বাল অঙ্কের এই ডলার। বাংলাদেশের টাকায় যা ২০ হাজার কোটি টাকার বেশি।
এই জ্যাকপটের অর্থের পরিমাণ ১.৯ বিলিয়ন থেকে ২.০৪ বিলিয়ন হয়ে যায় মঙ্গলবার সকালে।
এই লটারি বিজয়ীরা তারা তাৎক্ষণিকভাবেই অর্থ তুলে নিতে পারবেন কিংবা ২৯ বছরে ৩০টি বার্ষিক পেমেন্টের মাধ্যমেও নিতে পারবেন নিজেদের অর্থ। তবে লটারির ঘোষিত পরিমাণ অর্থের থেকে কর ও বিজ্ঞাপন বাবদ মোটা অঙ্কের অর্থ কাটা যাবে।
সূত্র: এবিসি নিউজ
বিডি প্রতিদিন/নাজমুল